We are try to Tech Related News,Blog,Etc Publish.Made by Md Azijul Hakim.
Pages
▼
Monday, July 22, 2019
নকলায় বাড়ি'র উঠানে বিষধর ১৫ সাপ!
নকলায় বাড়ির উঠানে বিষধর ১৫ সাপ!
শেরপুর জেলার নকলা উপজেলায় এক বাড়ির উঠান থেকে বিষধর অন্তত ১৫টি সাপ মেরেছে এলাকাবাসী। ২১ জুলাই রোববার বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা এলাকার আক্তার মাস্টারের বাড়িতে রাখা ইটের স্তুপের মাঝে এসব সাপের সন্ধান পান তারা। বাড়ীর মালিক মো. আক্তারুজ্জামান জানান, রোববার বিকালে ইট সরানোর সময় প্রথমে ৫ ফুট লম্বা একটি গোখরা সাপ বেড়িয়ে আসলে তারা মেরে ফেলেন। পরে, অন্যান্য ইট সরানোর সময় একে একে বেড়িয়ে আসে ছোটবড় আরো ১৪টি বিষধর সাপ। পরে সেগুলোও মেরে ফেলেন উৎসুক জনতা।
No comments:
Post a Comment