এবার বাংলাদেশি চলচিত্রে সানি লিওনি
![]() |
Suny leoneপ্রথমবারের মতো ঢালিউডের একটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করবেন বলিউড তারকা সানি লিওনি। |
এক ভিডিওবার্তায় শাপলা মিডিয়ার 'বিক্ষোভ' চলচ্চিত্রে পারফর্ম করার কথা নিশ্চিত করেছেন এ বলিউডের অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুম্বাই থেকে সেলিম জানান, সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি লিওনি। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী; ইতোমধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছবিটির শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রাবন্তীর।
তবে তার নায়ক হিসেবে কে থাকছেন তা এখনও নিশ্চিত জানাননি পরিচালক।
The TECH Doctor
এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করছেন।
No comments