Pages

Tuesday, September 10, 2019

চুরির জন্য মুখস্থ করেছিলেন ১৩০০ ক্রেডিট কার্ডের নম্বর!

ᎷᎪᎻ ͲᎬᏟᎻ
ᴛʜᴇ ᴛᴇᴄʜ ᴅᴏᴄᴛᴏʀ

ᏔᎬᏞᏟϴᎷᎬ Ͳϴ "ᎷᎪᎻ ͲᎬᏟᎻ" Oғғɪᴄɪᴀʟ Wᴇʙsɪᴛᴇ

চুরির জন্য মুখস্থ করেছিলেন ১৩০০ ক্রেডিট কার্ডের নম্বর!


১৩০০ গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য মুখস্থ করে সেগুলো দিয়ে অনলাইনে চুরি করে কেনাকাটা সেরেছেন জাপানের এক কেরানি।



MAH TECH:পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোটো সিটির একটি শপিং মলের রেজিস্টারে খণ্ডকালিন চাকরি করতেন তানিগুচি নামের ওই ব্যক্তি। যখনই কোনো গ্রাহক ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করতে আসতেন তখনই তানিগুচি কার্ডের ১৬ ডিজিটের নাম্বার, নাম, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নিরাপত্তা কোড মুখস্থ করে নিতেন। আর এগুলো তিনি করতেন কার্ড দিয়ে লেনদেন চলার মধ্যেই- খবর আইএএনএস-এর।

৩৪ বছর বয়সী ওই কেরানি ১৬ ডিজিটের ক্রেডিট কার্ড নাম্বার, নিরাপত্তা কোড এবং মেয়াদোত্তীর্ণের তারিখ মুখস্থ করে সেগুলো দিয়ে অনলাইনে কেনাকাটা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
The Tech Doctor

শার্লক হোমস-এর মতো মুখস্থ ক্ষমতার ওই ব্যক্তি চুরি করা ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ২৫০০ মার্কিন ডলারের দুইটি ব্যাগ কিনে তা নিজের ঠিকানায় পাঠাতে বলেন। পরে ওই ঠিকানা ধরে পুলিশ তাকে গ্রপ্তার করে।ওই ব্যাক্তির কাছে একটি নোটবুক পেয়েছে পুলিশ। এতে কয়েক ডজন নাম এবং নাম্বার পাওয়া গেছে। আগের কোনো ঘটনার সঙ্গে তানিগুচির কোনো সম্পৃক্ততা আছে কিনা তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment