অনুপ্রবেশ ঠেকাতে সহমত:যুক্তরাষ্ট ও মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে অনুপ্রবেশ ও মানব পাচার ঠেকাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।


শুক্রবার (৭ জুন) তৃতীয় দিনের মত আলোচনায় এ সংক্রান্ত চুক্তি সই হয়। পরে যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী সোমবার থেকে দেশব্যাপী অতিরিক্ত সেনা মোতায়েন করবে মেক্সিকো।

এদিকে, অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা চলবে এবং আগামী ৯০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি সই হওয়ায় শুল্কারোপের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করবে তার প্রশাসন।


 সুত্র:বৈশাখী অনলাইন

No comments

Powered by Blogger.